তোমার আকাশে সাঁঝ গন্ধের ভুল,
অলিগলি চিরে অপূর্ব এক ভোগ!
বারান্দা প্রেমে মেতেছে ভাদ্র মেঘ,
জড়িয়েছে পা'য় পরকীয়া প্রেমরোগ!
ভুলেছি এখন বনশ্রী বনলতা
ঘুমায় আসিফা মৃত্যুর জাল বুনে!
নিশুতি রাতের একফালি চাঁদ দেখে
রাজেশ-তাপস লাল হয়ে গেছে খুনে!
তোমার চোখেতে হাজার মানিক জ্বলে
ভয়াবহ, তবু প্রচন্ড প্রখরতা!
একে একে শব পুড়ে যায় চিতানলে
তবুও বুঝিনি - নির্বাক নীরবতা!
শত নাম আজও রয়েছে পৃথিবী ম্যাপে
এদেশে এখন নামজাদারাই মাথা!
বৈধ সুখের অবৈধ সংলাপে
রইল ভারত সেপ্টিপিনেই গাঁথা!