শীতের চাদর জড়িয়ে ধরে চৌকাঠ
সৌখিন সূর্যটা অস্থির বারান্দায় খুঁজে নেয়-
পশ্চিমের আকাশ
আল্পনামুখর লালচে পলাশের ঠোঁটে লেগে থাকে-
একটা বসন্তের চুম্বন
আরাম কেদারার দলুনির সাথে মিলিয়ে যাচ্ছে শব্দগুলো
বারংবার ভাবনা নামের মেয়েটা হাত নাড়ে হসন্ত ইশারায়
বেলাশেষে জয় হয় তারই
অতীতের অস্থিরতা আবারো টান দেয় ভীষণভাবে
ব্যর্থতার পরিহাস নাড়া দেয় নাড়িতে নাড়িতে
নিশানা তাদের ভুল হওয়ার নয়
হঠাৎ করেই চশমাটা আবছা হয়ে ওঠে!
জীবনটার পাণ্ডুলিপি যে বড্ড ধূসর, তাই-
ধীরে ধীরে সন্ধ্যা নামে...
প্রগাঢ় অন্ধকারের কোলে আবারো আচ্ছন্ন হই!