সহস্র জন্মের হাত ধরে ইচ্ছেনদী জরায়ূর বুকে জমে থাকে
বেহিসেবী অমৃত ভ্রূণের লোভ
সাগর সংগমের প্রশস্থ বিছানায় বুক পেতে নিষ্পলক নদী,
চেয়ে দেখে - অতিক্রান্ত মৌন মোহনার সীমারেখা...
এক ভারতবর্ষ সুপ্ত সুখের আকাঙ্খায়
সস্তা বাজারে বিকিয়ে যায় সাহসী তুমিত্বটা
মিথ্যার বুকে মিথ হয়ে থাকে মিথেন গন্ধ প্রেম...
সব হারিয়ে - শব পেয়ে
রক্ত-মাংসের বুক জুড়ে এখন পামীরের মালভূমি,
সাতসমুদ্র ঢেউ ...
ঝিনুকের ঝংকারে আষাঢ়ী আঁধার এসে মাখিয়ে দেয়
বিষাদী আদর!
লোহিত চোখের দৃষ্টি চিনে নেয় বিপন্ন বসন্তের বর্ণমালাগুলো...
তুহিনশুভ্র তুমিত্বটা
শ্রাবন বালিশে মুখ গুঁজে ভিজে চলে চিরন্তন...
পাখির ডানার মতো সাজানো মুখের সারি
পরশপাথরের প্রশস্থ মায়া ছেড়ে খুঁজে চলে অবাধ্য মননের রাজপথ...