সময়ের সরলরেখাটার বৃত্ত বৃত্ত খেলা চলছে অবিরাম...
বৃত্ত তবু, বৃত্ত নয়।
বৃতিহীন বক্র বাতায়নে স্মৃতিরা সফেন শুভেচ্ছা পাঠায়----
ধীরে ধীরে বেঁধে ফেলে নষ্ট নাগপাশে!
আর...
না-বক্রের ঋজুরৈখিকতা কড়া নাড়লেই----
মুক্ত মনন দেয় মনোমুগ্ধকর মুক্তির দোলা!
কিন্তু বৃ-স যখন থমকে দাঁড়ায়!
বেপরোয়া বিক্রেতা নিজেই বিকিয়ে যায়---
বিষাদী বাতাসে ছড়িয়ে দেয় এককৌটো বিষ!
নস্টালজিয়ার নির্ভুল ভাবনাটাও ভেবে পায় না---
ভুলের ঠিকানা!
চমকে শুনি পদধ্বনি!!!
এ কার শুভেচ্ছা বার্তা?
দেখি, শুভ্র সকাল সাথে নিয়ে ঢোকে সকালের শিউলি-সুগন্ধ!
সময়ের খেলা আবারো আরম্ভ হয়...
আবারো সরলরেখাটার বৃত্ত হওয়ার প্রচেষ্টা...
আবারো বদ্ধ-মুক্তির নাগপাশ -- খোলা আকাশ...