তোমার প্রেমেতে একটা পৃথিবী থাক
না-রাখা স্বপ্নে একশো আটটা চিল,
লালচে নদীতে ভেসে চলে নীরবতা
জীবন আকাশে বেদনার সব নীল।
তোমার দু'পায়ে মিছিলের মায়াবন
লজ্জা টেনেছে ঘোমটায় টানা ঘুম,
ঈশ্বর চেনে প্রার্থনা, পোড়া প্রেম
চেতনার চিঠি, বিদগ্ধ ক্লামরুম!
ভুল হয়ে যাক বিষাদের বাতায়ন
ভুল হয়ে থাক বিষন্ন ফুটপাত,
বেপোরোয়া বিষ বিরামচিহ্ন ঘর
ইতিহাস খোঁজে একমুঠো অজুহাত।
মন্দির ঘরে ফেলো না চোখের জল
মালা করে তুমি নষ্ট করো না ফুল,
জেনে রেখো তুমি সস্তা পণ্য নও
নির্মোহে ভাঙো - পৃথিবীর সব ভুল।