অন্ধকার।
আবারো একটা রাত!
আবারো একটা সংশয়!
হায়নার থাবা থেকে বাঁচার আরো একটা প্রচেষ্টা!
হাজার হাজার বছর ধরে-
নক্ষত্রহীন, মর্গের মতো অন্ধকারে নিজেকে বাঁচিয়ে-
মেহগনি থেকে পাইনের বনে-
ছুটে চলেছে........
ঘাড়ে তার হিংস্রতার খাবল!
তারিয়ে তারিয়ে হায়নাটা উপভোগ করে শিকারের স্বাদ.....
হে মৃত নক্ষত্রেরা, তোমরা আবার বেঁচে ওঠো!
ভরিয়ে দাও আর্ত আকাশের সব ফাঁক!
আলোর শরীরে আগুনের আঁচড়!
বটের মাথায় বাজপাখির অবাধ্য উল্লাস- ধ্বংস করো!
শেষ হয়ে যাক সভ্যতার আড়ালে অসভ্যতার মত্ততা!
হে আদি দেবতা, বাঁচো তুমি,- বাঁচুক তোমার-
পৃথিবী নামের মেয়েটা।