ক্লান্ত ধীর পায়ে এসে দাঁড়ালেম
বৃষ্টি ভেজা বিকেলে ঐ পাহাড় চূড়ায়,
শান্ত শরৎ চোখ আমার দেখেছে
কালো মেঘে ঢাকা বিবর্ণ এক আকাশ
দূর পাহাড়ের কোল ঘেসে
উড়ে চলেছে যেন তুলোর মতো
সাদা মেঘগুলান।
বহুযুগ যেনো দর্শন হারিয়েছি তোমার!
বরষার তীব্র ব্যকুলতার পরে
তোমার অনন্ত নীলের ঠিকানায়
সাদা শুভ্র মেঘেরা যেমন ঘুরে বেড়ায়!
যেনো আমার নীলাভ ললাটে
এঁকে যায় গভীর চুম্বন।
তুমি ভাসমান অথই নীলের রাজ্যে
জেগে আছো অতন্দ্র প্রহরীর মতন
আমার আধো ঘুম আধো সব সপ্নে।
ক্ষণিকেই হারায় নীল বহুরূপী মেঘে
দৃষ্টিসীমার দূরের ঐ সবুজও ঢেকেছে
কখনো কালো মেঘে, আবার
কখনো সেজেছে নীলাভ বেশে।
যেনো আকাশ, বৃষ্টি জল,
ঐ নীলে মিশে হয়েছে একাকার।
এতোটা নীল আর কোথায় পাবে বল?
মেঘের আঁচল উড়িয়ে বৃষ্টি এলো !
মন পাহাড়ে উথাল হাওয়ায়,
শরতের এক বৃষ্টি ভেজা বিকেল
স্পর্শের ব্যকুলতায় আদর জমায় আমার ঠোঁটের কোল।