শহরের এমন নিস্তব্ধতা বড্ড অচেনা আমার
নেই মানুষের ছুটোছুটি,নেই গাড়ির কালো ধোঁয়া, নিথর এই শহর কেমন মায়াপূরি সেজেছে যেন!
অদৃশ্য এক কালো থাবা করলো জীবন রোধ,
রিক্সার টুং টাং শব্দে ছেদ পরে ভাবনার।
ওই শোনা যায় মোয়াজ্জেমের আজানের ধ্বনি
দেখি ভোরের সূর্য উঠা,পাখিদের সুমধুর ডাক,
বাতাসে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ!
ফুলে ফুলে ডানা মেলে চলে প্রজাপতির উড়াউড়ি,
থেমে তো নেই কিছু নিয়ম করে চলছে সবই।
আজ যেনো প্রকৃতি বুক ভরে শ্বাস নেয়
আমরা বড়ই পাষাণ হৃদয়হীন মানুষ,
প্রতিনিয়ত নষ্ট করে চলেছি প্রকৃতির সৌন্দর্য
দূষিত করে ফেলেছি নির্মল বাতাস
বাঁধা সৃষ্টি করেছি নদীর চলমান গতিপথ।
বোধহীন মানুষ ছুটেছে শীর্ষে উঠার নেশায়
চাই রাজত্ব, চাই গোটা বিশ্ব হাতের মুঠোয়,
এক উম্মাদনায় চলছে হানাহানি, লুটপাট
করছে ভেদাভেদ, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ ঘোষণা,
সীমা লঙ্ঘনের কন্ঠে বাজে না জয়ের গান।
নিমিষেই গোটা বিশ্ব নিথর অদৃশ্য কড়াল গ্রাসে
আজ শোনা যায় না কোনো হানাহানি, ভেদাভেদ,
সবার কন্ঠে এক সুরে বেজে উঠে শ্লোগান একটাই
ভিতরে যাও! ভিতরে যাও!
ভালো থাকতে চাও তো নিরাপদ দৃরত্বে যাও,
ভিতরে যাও! সবাইকে ভালো রাখতে চাই।
হে মানুষ !
জেগে উঠো এবার মুখোশ ছিন্ন করে
ভেদাভেদ ভুলে দাও দুহাত বাড়িয়ে,
পায়ে পা মিলিয়ে একসাথে চলো সবার।
শ্লোগানে শ্লোগানে মুখোরিত হোক চারিদিক,
মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে।
হে মানুষ!
সময় হয়েছে এবার ঘুরে দাঁড়াবার
সময় এসেছে নিজেকে আত্মশুদ্ধি করার।
এখন সময়ের দাবি হোক একটাই শুদ্ধচর্চার।
পৃথিবীর বুকে বুক ভরে শ্বাস নেবার সবার অধিকার।