নীল: আচ্ছা মেঘ?
মেঘ: বলো নীল!
নীল: তুমি এমন কালো কেন?
মেঘ: তোমার কষ্ট সব নিজের করে শুষে নেই বলে।
নীল: এতো কষ্ট তুমি বইতে পারবে?
মেঘ: পাহাড় সমান জমবে যখন, বিরহের সুরে বৃষ্টি হয়ে ঝড়াবো অবিরাম।
সেই সুরে নাচ ময়ূরীর মতো নাচবে তুমি বৃষ্টির জলধারায়।
আর আমি দেখবো তোমার সুখের অভিলাষ।
নীল: তবে কি তুমি হারিয়ে যাবে? আবার যদি আমি কষ্টে নীল হই?
মেঘ: বোকা নীল, তোমায় ছেড়ে যায় কোথা?
তোমার,আমার বন্ধুত্ব যে এক সুতোয় বাঁধা !
আমি যে তোমার আড়ালেই জড়িয়ে থাকি, বুঝতে পারো না বুঝি তা?
নীল: আমার এক আকাশ কষ্ট সবটুকু কি পারো নিমিষেই শুষে নিতে? বলো মেঘ পারবে?
আমি বুক ভরে শ্বাস নিয়ে ঐ দিগন্ত জুড়ে উল্লাসে উড়তে চাই।
জানো! কতোদিন আমি খোলা হাওয়ায় উড়ে বেড়ায় না!
মেঘ: কষ্টের পাহাড় জমিয়ে আজ তুমি বড্ড ক্লান্ত তুমি নীল!
আবার তুমি উল্লাসে উঠবে মেতে
সবটুকু তোমার নীল ছড়িয়ে,
বিশাল ঐ আকাশ আর সমুদ্র জলে।
আমি আনন্দে বজ্রধ্বনিতে জানান দেব এই নীল আমার ভালোবাসার নীল।