সাদা ক্যানভাসের মতো
বিবর্ণ এক মুখ জানালার আরশীতে,
রোজ প্রভাতে সূর্য রাঙা আবির নিয়ে
আমার করিডোর বেয়ে ঐ মুখ রাঙাতে।
ঝলমলে রোদের সাদা রঙে
শুভ্র আলোয় ঘরময় মাখামাখি,
প্রতিদিন সুখ ছড়াতে নিভৃতে
আমার এই অলস দুপুরে।
রাধাচূড়া আর কৃষ্ণচূড়ার আবির রঙে
রাঙালে সারা বাগান পথ জুড়ে,
অনুভবে ছিলে তুমি, বেশ বুঝেছি!
আলতো পায়ে আবির ছোঁয়াতে।
আবির এর লাল, সাদা, নীল, সবুজ,
আরও কত রঙে রঙিন করলে
আমার চোখের কোণ।
এখন আমার মনের সাথে
কথা চলে স্মৃতির পাতায় অবিরত।