আমি কবিতা প্রকৃতির কবিতা
বাংলার রূপে ছড়াই শুধু মুগ্ধতা।
ঋতুর বৈচিত্র্যময় আর সবুজ শ্যামলীমায়
চারিদিক পাখির কলকাকলিতে ঘেরা,
ফুলে ফুলে সৌরভের নেশায়
প্রকৃতির কবিতা খুঁজে পায় ছন্দের মাদকতা।
আমি কবিতা হয়ে উঠি প্রেমের টানে
বুঁদ হয়ে থাকি ভালোবাসার নিগূঢ় বন্ধনে।
প্রেমিকার গালে টোল পরা হাসিতে
কবিতা নিত্য নতুন উপমায় উঠে সেজে।
যখন ছন্দের তাল লয় কেটে যায়,
বেজে উঠে বিরহের বীণার সুর!
ভেঙে চূড়ে শব্দেরা যন্ত্রণায় কুূঁকড়ে উঠে
তখন কবিতার পরতে পরতে কষ্টেরা লুকায়।
আমি কবিতা কখনো মানবতার সেতুবন্ধন
উচ্চারিত শব্দগুলো এক সমান্তরালে মিলিত হয়।
অনন্য এক রূপে উদিত একগুচ্ছ কথামালা নিয়ে,
দেখি চারিদিকে জয় জয়কার তোপোধ্বনি বাজে।
যখনই অন্যায় অত্যাচারের লেলিহান শিখা জ্বলে,
পিশাচের পদদলে লুন্ঠিত আর্তনাদ করে সভ্যতা।
আমি কবিতা গর্জে গর্জে উঠি ঝাঁঝালো শব্দে
তখনই কবিতার নতুন রূপ প্রতিবাদী সুরে।
আজ সারাবিশ্ব লড়ছে মৃত্যুর সাথে পাঞ্জা দিয়ে
যেনো জীবন মৃত্যু মাঠে প্রতিযোগীতায় নেমেছে!
মৃত্যুর মিছিল সারি সারি হতবিহ্বল শব্দেরা ছুটছে,
কবিতা আজ শব্দ খুঁজে পাইনা সব ভাসে শূণ্যে।
বাতাসে লাশের গন্ধে শূণ্যের কোঠায় দাঁড়িয়ে,
প্রাণহীন, বাকরুদ্ধ কবিতা আজ স্তব্ধ।