আকাশ মেঘে ঢাকা
সারাদিন আনমনে বসে থাকা,
এই এলো বুঝি শ্রাবণ দ্বারে !
চকিত ফিরে দেখি, ঘনঘোর মেঘে
অঝোরে ঝড়ায়ে শ্রাবণ বকুলের ঘ্রাণে
আমি পিছু ছুটে ছুটে যাই,
হয়ে পাগলপারা মেঘমল্লার গানে।
রিক্ত সিক্ত মনে এলায়ে নিজেরে
দিয়েছি সপে তোমার বাহুডোরে। এলো কেশে ছল ছল দু'নয়নে,
শুধালেম তোমারে রাখো না কেন? এমনি করে মাতাল সুরের আলিঙ্গনে!
শ্রাবণ সন্ধ্যায় মেঘেরা চুপিসারে
এলো আমার জানালাতে,
ঝিরিঝিরি বাতাস জড়িয়ে গায়ে গায়
লুকোচুরি প্রেম কানে কানে কথা কয়।
ঝড়াও না কেন? অবিরাম বৃষ্টি জলে!
একগুচ্ছ কদম হাতে এই শ্রাবণ রাতে,
ভেজাবো আমার তৃষিত অধর!
ঐ বৃষ্টি জলের ফোঁটায় ফোঁটায়।
এ তোমার কেমন আসা শ্রাবণ?
এই ঝূম ঝুম বৃষ্টি !
এই মেঘের ছুটোছুটি খেলা,
কেমন মেঘ রোদ্দুরের আনাগোনায়
কাটছে সময় তোমার খেয়ালিপনায়!
এখন তুমি বড্ড খেয়ালি শ্রাবণ !