শুকনো পাতার মর্মরেতে
রৌদ্র মাখা আলতো পায়ে,
কান পেতে শুনি তোমার পদধ্বনি !
অনেকদিনের পরে তুমি এলে,
কাঠগোলাপের গন্ধ মেখে।
কাঠগোলাপে আঙিনা জুড়ে
দুপুর রোদের খুনসুটি,
আমার শহরে অবাধ্য ভালোবাসারা
জড়িয়ে আছে চুপ করে।
নীলের পশরা সাজালে
আকাশের বুকে এই অবেলায় !
কি এক অমোঘ বিষ্ময়ে
উজার করে দিলে ভালোলাগা সব
রাঙাতে আমার ঠোঁট জুড়ে।
লাজে রাঙা মুখে সন্ধ্যা নামে,
কপাল ছুঁয়েছে গোধূলির সোনালী
তখন সাদার মায়ায় জড়িয়ে ভাবি!
ঘুম চোখে কাঠগোলাপের গন্ধে ভোরের প্রথম আলোয়,
তুমি কি আমার হবে?