এখন আর আমি স্বপ্ন আঁকি না
কাব্য গাঁথা হয়না এখন বহুদিন ধরে, মনের তোরঙ্গে ধুলো জমেছে বলে
ধুলো ঝাড়তে গিয়ে কবে যে আমায়
ঝেড়ে ফেলেছো জানি না।
বিশ্বাস এর বাঁধন ছিঁড়ে গেছে সেই কবে!
তাই জীবনের সুর,তাল, লয় সবই
হারিয়েছি খুব নিঃশব্দে।
প্রতিনিয়ত চলছে তবু অভিনয়ের রঙ্গমঞ্চ!
শেষ বিকেলে জীবনের জলসা ঘরে
ধূসর দৃশ্যপট যেনো অদৃশ্য।