ভোরের হাওয়া কড়া নাড়ে দখিনা দুয়ারে
আজ এলো যে ঐ রঙের ডালি হাতে
বসন্তদিন! বসন্তদিন!
ফুলে ফুলে সৌরভে মন পাগলপারা,
আজ বসন্ত ছুঁয়েছে মন!
ফাল্গুনের রঙে রাঙালে তুমি,
আজ তাই ভেঙেছে মনের বাঁধ,
আছে যত না বলা কথা, বলব আমি!
কোকিলের কুহুতানে মন উতলা,
সুর উঠেছে কন্ঠে আমার!
হৃদয়ের ডাক শুনবে কি তুমি?
যতবার তুমি আসো ফিরে
পুরোনো তুমিতেই খুঁজে পাই,
নতুন করে হৃদয়ের খাম খুলে
অমর তারুণ্য জেগে উঠা তুমি সেই।
লাজে সেজেছে তুলতুলে দু-গাল,
হৃদয় জুড়ে মেখে দাও ওহে ফাল্গুন!
আবারও তোমার ভুমিষ্ঠের ঘ্রাণ !
আজ যে বসন্ত ছুঁয়েছে মন!
তুমি রাজ, আমার তুমি
জল রঙে আঁকা ছবি,
অনেক কালের তৃষ্ণা জমা ললাটে!
বারবার শিহরিত তোমায় আলিঙ্গনে।
আমার তুমি সোনালী রোদ্দুর বিকেল,
আমার পথচলা কৃষ্ণচূড়া রাঙা পথে
নীল বুকে আমার ডুব দেওয়া
আবীর মাখা গোধূলিতে!
হাজার বসন্ত এনে দিলে
আবেগের মায়ায় হৃদয় জুড়ে,
সুর তোলে ভ্রমর গুন গুন
আজ বসন্ত সেজেছে যে মন!