এলো ১৬ই ডিসেম্বর
বিজয়ের পঞ্চাশ বছর!
চারিদিকে বিজয়ের গানে
উঠলো মেতে,
পত পত শব্দে
লাল সবুজের পতাকা
উড়ছে বিজয় নিশান।
এই বাংলা আমার গৌরব
এই বাংলা আমার প্রাণ,
যতনে রাখিব হৃদয়ে
এই বাংলার রূপ,
মায়ায় বাঁধিব তারে
দিবো লাল সবুজে ডুব।
বিজয় মানে সোনার বাংলায়
লক্ষ কন্ঠে প্রাণের আশা,
বিজয় মানে স্বাধীনতাকে ধরে
সামনের পথে এগিয়ে চলা।
বিজয় মানে একটি লাল পতাকা,
বিজয় মানে একটি মানচিত্র
বিজয় মানে লাখো রক্তের বিনিময়ে
১৬ ই ডিসেম্বর।
সূবর্ণজয়ন্তীতে বিজয়ের শুভেচ্ছা।