বাবা,
আমার পৃথিবী তুমি,
জীবনের প্রথম পৃষ্ঠা তোমার থেকেই তৈরী।
বাবার হাত ধরে প্রথম স্কুলে যাওয়া,
বাবার কল্পনার সাত রঙে
আমার সাঁতার কাটা।
বাবার ইচ্ছেডানায় চড়ে
আমার আকাশ পাড়ি দেওয়া,
ছিলাম আমি বাবার রঙিন ঘুড়ি
যতবার সুতো কেটেছে,
শিখিয়েছে বাবা নতুন করে উড়তে!
নিমিষেই শুধরিয়েছে সব ভুল ত্রুটি।
বাবা,
তোমার মাঝেই পেয়েছি
মায়ের মমতা, মায়ের ছায়া।
তাই তো তুমিই ছিলে মা, তুমিই বাবা।
কি এক অদম্য শক্তি তোমার !
এত্তো ত্যাগ, এত্তো ভালোবাসায়
বটের ছায়ার চাইতে ও শীতল,
তোমার ঐ বুকে আগলে রাখা!
বাবা,
তুমি নও শুধু স্বপ্নের বাহক,
পৃথিবীর যত দুর্গম পথ পাড়ি দিতে শিখেছি তোমার বিশ্বাস, আর পরম নির্ভরতায়।সাহসের আরেক নাম তুমি বাবা।
বাবা,
তুমি ছিলে আমার আয়না,
যেখানে ফুটে উঠত তোমার আদর্শ,
বিবেক আর ভালোবাসার প্রতিচ্ছবি।
সবটুকু চাওয়াকেই পূর্ণতা দিয়েছ
নিজের জীবনের শেষ সময়টা পর্যন্ত
বিসর্জন এর ভেলায় ভাসিয়ে দিয়েছ
মুখে তৃপ্তি সুখের হাসি দিয়ে।
পৃথিবীর সব শব্দের কাছে মূল্যহীন ঐ একটি "বাবা' ডাকের কাছে।
বাবা আমার শ্রেষ্ঠ বাবা।
বাবা আমার পৃথিবী।