আমি জলভাঙ্গা নদীটির কাছে দারালাম
কোন এক বিশাল ব্যাত্তিত্বের কথা শুনতে
কিন্তু নদীটির নিশ্চুপতা প্রগাঢ় !!
আমিত ভুলেই গিয়েছিলাম নাম যে তার শীতলক্ষ্যা
আমি আবার শুধুলাম তার স্রোতের কাছে --
হারাবার তার কিই বা আছে ?
স্রোত ও সেই নিশ্চুপ !!
আমি গেলাম তার দু'কুল ভরা কাশ বনে
শুধুলুম কাশ ফুলে : সৌন্দর্য্য কি ?
কাশফুলই শুধু বলল হেসে : বোকা --
সৌন্দর্য্য !!
সেত তোর প্রেয়সীর মত...
কিন্তু হায় আমি যে এখন বড় একা :আমার
প্রিয়া কোথায় : আমার সৌন্দর্য্য ??
নীলদরিয়া
০২/০৬/২০০২