মন বেভুলা রে... তুই আর কাঁদিস না
ভুলে ভুলে তোর জীবন গেল,
প্রাপ্তিতে আছে এক দীর্ঘস্বাস :
কান্নাটা ঠিক তোর রয়েই গেল,
জীবনের বেলাটাতো বয়েই গেল
মন বেভুলা তুই আর কাঁদিস না ।।
দিলি যাকে আপন ভেবে মন,
মন ভেঙ্গে মন গড়ল সেই আপন জন ।
পারি দিল ভুবন সাগর
তোর মনে থে...তুলে নোঙ্গর ।
তুই কি পেলি হে : বুকেতে
নোঙ্গরের দাগটাই যে :
জোয়ার কি আসবেরে আর...
সৈকতের সে দাগ মুছাবার ।।
মন বেভুলা রে তুই আর কাঁদিস না ......
ভাই বোন তোর সবই গেল
একতারাটাই যে সাথি হল,
ঠিকানা যে কোথা হারাল
পথ যে তোকে সবই ভুলাল,
জীবনের বেহালা তো কেঁদেই গেল.........
নীলদরিয়া
০৪/০৯/২০০১