এখন আমার দুঃখ পাইবার সময়
সবাই আমার পরে দুঃখ বিলোয়
দুঃখরা সব সারি বেধে আমাতে মিলোয় ।
এখন আমার নির্ঘুম রাত্রি কাটাইবার সময়,
দু'চোঁখের অর্গল খুলে ঘুুমেরা সব নিশ্চুপ...
রাতের নির্জনতায় তোমার গভিরতায় আমি দিই ডুব ।
এখন আমার ভালবাসিবার সময় ....
অনন্তহীন সময়ে, দিই ভাসিয়ে
শুধু তোমার প্রতি আমার ভালবাসারে ।
নীলদরিয়া
২২/০২/২০০২