নক্ষত্রের ফাঁকে লুকিয়ে রাখি প্রেমের গল্প গুলো,
তোমার হাসিতে জোয়ার আসে নদীর অন্ধকারে—
মেঘের আঁচলে বৃষ্টির গন্ধ, মনে পড়ে তোমার চোখের ইশারা।
মুগ্ধ সময়ের পালকে পালকে লিখে যাই স্বপ্নের হরফ,
তুমি যদি থাকো, অন্ধকারেও ফোটে রোদের ফুল—
এই ভুবনে কেবলই যেন তোমায় ঘিরে জড়ানো এক সুর!**
---