প্রথমে আমি থমকে যাই ; মতিঝিলের সেই
দম্পতি কে দেখে, যারা রোজ অফিস শেষে
হাতে হাত রেখে অনবরত কথা বলতে বলতে হেটে বাড়ি ফিরত।
তারপর থমকাই সাগরের কাছে এসে
কি বিশালত্ব নিয়ে আকাশের সাথে
মিতালি পেতেছে গভীর নীল কে বুকে ধারণ করে।
অতঃপর পাহাড়ের কাছে এসে আমি
অবাক বিস্ময়ে চেয়ে থাকি!
কি নি:সারথ ভাবে প্রবাহিত করে ভালবাসার
ঝরনা কে
কত নাম না জানা ফুলের সমারোহ
ঘটায় তার পদ পল্লবে ।
তার পর আমি আটকে যাই --
রাত আর দিনের মাঝে ; গোধূলি লগ্নে
কি নিবিরতায় দিন ডুব দেয় রাতের বুকে;
পাখ--পাখালির ডাকে আবার রাত ভাসে
দিনের প'রে।
সবচেয়ে বেশী থমকে যাই আমি
তোমার হৃদয়ের কাছে এসে !!
কি বিচিত্র তোমার মানুষিক গঠন
যত কাছে যাই ; ততই পথ হারাই
তবুও অপার চৌম্বকীয়তায় আমাকে
আকর্ষন করে ; আমি পথিক হই--
এক হৃদয়ের জটিলতার !!!