বারান্দায় দাঁড়িয়ে দুচোখ মেলে ধরি আকাশে
রিমোট চেপে দৃশ্যপট বদলানোর মত বদলে যায় আকাশটা ,
আকাশের যে টুকু অংশ নীল, সেটুকু ভালবাসা তোমার তরে
যেটুকু অংশ লাল, হলুদ, গেরুয়া, সে টুকু অংশও তোমার তরে ।
ভালবাসার যেটুকু অংশ হীমাদ্রীর, সেটুকু অংশও ভালবাসার ,
ভালবাসি তোমাকে,
তোমাতে বিস্ময় ভালবাসা আর আরাধনা।
ভালবাসি অনন্ত নক্ষত্র ,
ভালবাসি তোমাকে দিকে, ওদিকে
ভালবাসা আসীম, ছুটে যায় প্রান্তরে, দিক হারা অসীমের দিকে
ভালবাসি দুটো চোখ,
ভালবাসি হরিনীর মতো বাঁকা চোখ তোমার।
ভালবাসি উশকো খুশকো উল্লাসে কেঁপে উঠা কোমল কেশ।
ভালবাসি আধারে লুকানো মুখ, সেই মুখের, সেই চোখের মায়া।
ভালবাসি দিবানিশি শীতল কোমল মন
ভালবাসি সেই অন্তর,যার অন্তরে অন্তরে নক্ষত্র বিলাস,
যার অন্তরে সুখ, সেই সাথে দুঃখেরও বসবাস ।
ভালবাসি প্লাবন, ভালবাসি জোছনা,
অবিরাম বৃষ্টির মতো তুষার ,শুভ্র চাঁদের আলো
আর ভালবাসি ভালবাসি চাঁদ মুখ, তোমার চাঁদ মুখ খানি।
ভালবাসি তোমাকে যে তুমি তোমাতে লুকিয়ে রয়।
ভালবাসি-ভালবাসি অবিনশ্বর
সেই সুর, সেই গান ,সেই প্রিয় দীপাবলি ।