৩৬৫ তম দিবস অতিবাহিত করার পর,
প্রিয়তমা আমার বুকে পা চেপে তোমার সপ্ন দেখা কি শেষ হল না ?
আকাশ আয়নায় সপ্ন দেখতে তোমার ভাল লাগে
কিন্তু আমার বুকে যে প্রচণ্ড ব্যথা
এবার কি একটু নেমে দাঁড়াবে ?
বিষণ্ণ দুপুরে জিবনের পথ হেটে যেতে যেতে দেখি প্রিয় সাদা গোলাপ ,
কখনো তোমার প্রিয় কালো গোলাপ
হৃদয়ের রক্ত নিংড়ে প্রিয় সাদা গোলাপ আর সাদা নেই , লালচে বর্ণ ধরে মেলে ধরেছে নিজেকে ।
ক্ষত বিক্ষত হৃদয়ে তবু ব্যথা নেই আছে শুধু উপহাস
নিজেকে ।
সময়ের স্রোত পাড়ি দিতে তুমি দিয়েছ প্রতি রাতে নিজেকে মেরে ফেলার দারুন এক কর্মপ্রণালী
উপাদান হিসেবে তোমার ঘৃণা অবহেলা ই না হয় সই ।
ওরা বলে তোমাকে ভূলে যেতে ! আমিও বলি তোমাকে ভূলে যাব
কখনো কখনো হেসে বলি ভূলে গেছি ।
কি দারুন উপহাস !!
তুমি তো জানো , হ্রদয়ে
তুমি রবে নিরবে ।