সে একজন কবিয়াল…
কলারে ছত্রাক জমা পাঞ্জাবি
তলা ক্ষয়ে যাওয়া দুটো স্যান্ডেল আর
ঝোলার মত পাটের ব্যাগ।
সে একজন কবিয়াল…
গন গনে দুপুরে খুব ক্ষুধায় ক্লান্ত হলে সে কবিতা লিখে
শহরের নিকৃষ্ট বাস গুলোতে যাত্রাপথে সে কবিতা লিখে।
সে একজন কবিয়াল…
শেষ রাতে শহর ঘুমালে তারারা যখন জেগে উঠে
সে কবিতা লিখে
ভরা পূর্নিমায় জোৎস্না পোহাতে বসে সে কবিতা লিখে।
সে একজন কবিয়াল…
মা বকলে সে কবিতা লিখে
বাবার রাগে অনুরাগে সে কবিতা লিখে।
সে একজন কবিয়াল…
নির্ঝরিনী কে দেখে না সে কতদিন তবু সে কবিতা লিখে
আগের মত হয় না আর মধ্য দুপুরে আকাশ দেখা
তবু সে কবিতা লিখে।
সে একজন কবিয়াল…
প্রকৃতি তাকে কাছে ডাকে
অন্ধকার তাকে কাছে ডাকে
হারিয়ে যাওয়া তাকে কাছে ডাকে
তবু সে কবিতা লিখে।
সে হারিয়ে যায় তবু সে কবিতা লিখে
সে একজন কবিয়াল সে কবিতা লিখে।