মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেল
মাথায় চিন চিনে ব্যথা
আমি সপ্ন দেখছিলাম
সকালের ফুলওয়ালা মেয়েটি।
ভাইয়া এক টা গোলাপ নেন না
নেন না ভাইয়া।
খালি পা উস্কু খুস্কু চুল
ফ্রকটাও ছেঁড়া,
বয়স বেড়েছে
যৌবন উঁকি দিচ্ছে তার শরীরে।
হাজার হাজার হায়নার চোখ
গিলে খাচ্ছে তাকে।
মুহুর্তে লজ্জা ঘৃ্নায় মাথা নত হল
এ কোন সমাজ গড়ছি আমারা
এ কোন সভ্যতার সাক্ষি হচ্ছি
কোন সুখের মহলের সপ্ন দেখি।
মেয়টির চোখে ক্ষুধা ছিল
চোখের কোনায় অস্রু ছিল
আর ছিল না বলা অভিমান, ঘূ্না
অভিসপ্ত আর্তনাদ।
আমি সপ্ন দেখলাম মেয়েটি কঁাদেছ
চোখ দিয়ে রক্ত ঝরছে
দূরে বাঁজছে বেদুইনের বিষের বাঁশি।
ঘুমাতে পারছি না , মাথার ভিতর তা ছিড়ে যাচ্ছে।
পরের রাতে আবার সপ্ন দেখলাম
মেয়েটি কঁাদছে,দুরে বাঁশি বাঁজছে
সেই বেদুইনের বিষের বাঁশি।
আমি আবার সপ্ন দেখলাম ,সেই সপ্ন।
এখন আমি রোজ সপ্ন দেখি
সেই মেয়েটি , সেই রক্তাশ্রু
সেই বিষের বাঁশি
আমি আর ঘুমাতে পারি না।
আর ঘুমাতে পারি না।