মরে যেতে চাস, তবে মরে যা
পিছনের ঘাড়ে গোখরার বিষ দাঁত বসিয়ে,
অথবা রেলের চাকার নীচে
মাথা আলাদা তুইও আলাদা!
বেঁচে থেকে লাভ কী বল, তবে তুই মরে যা
বেপরোয়া ট্রাকের বেসামাল গতির নীচে,
হাত-পা গুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে রাস্তায়!
মরে যেতে চাস, তবে মরে যা
গলায় দড়ি ঝুলিয়ে,
অথবা টেনে ছিঁড়ে ফেল আলজিহ্বা!
মরে যেতে চাস, তবে মরে যা
হাতুড়ি দিয়ে মাথায় পিটিয়ে পিটিয়ে,
নয়ত লাফিয়ে পড়ে ঘিলু ছড়িয়ে ছিটিয়ে।
মরে যেতে চাস, তবে মরে যা
ব্যর্থতায়, আহাজারিতে;
অথবা বিষের কৌটা এক চুমুকে পেটে ঢেলে!
মরে যেতে চাস, তবে মরে যা
অবহেলায়, যন্ত্রনায়;
অথবা ধুতুরা ফুলের সাথে সহবাসে!
মরে যেতে চাস তুই, মরে যা, মরে যা…
কাঁটা চামচে দু'চোখ ঢেবে দিয়ে-
চিত্কার করে মরে যা!