কবরস্থানের একটি মৃত লাশ,
চারদিন হল সে এখানকার বাসিন্দা
সবে মাত্র পোকাগুলো জমতে শুরু করেছে ।
শিয়ালপাড়াতে রঙ্গ হচ্ছে , মৃত মানুষের গন্ধে মৌ মৌ চারদিক
তারা মাংস খাবে রক্ত খাবে
লিভার, কন্ঠ্নালী আর কলিজা খাবে
শুধু চোখ দুটো খাবে না।
মার্বেলের মত জ্বল জ্বল করছে যেন পিতার টাকা ভরতি খামের অপেক্ষমান দুটি চোখ
যেন যুবতির আহ্লাদে হাতে কাঁপা কাঁপা চিঠির অপেক্ষমান দুটি চোখ।
তারা হাড্ডি খাবে নাক কান খাবে
মগজ গিলা গুলো চিবিয়ে খাবে
শুধু চোখ দুটো খাবে না।
যেন সোডিয়াম বাতিতে আগুন ধরা দুটো চোখ
যেন একজন পরাধীন ভৃত্যের চোখ যার কপালে জমেছে পুরানো সেই ঘাম
যেন স্বাধীনতা কামী দুটি চোখ।
যেন একজন কবির চোখ রাত জেগে কবিতা ক্ষুধায় হাহাকার করা দুটি চোখ
যেন কবিতার শেষ লাইন হারিয়ে খোঁজা দুটি চোখ।