শেষ বিকালের আলোটা বড়ই ফাঁকিবাজ, যেন এক পাঁচ মিশালি আলো।
আলো আঁধারী জগৎের এক বিশাল খেলা ঘর।
বয়সের ভারে কুঁজো হয়ে হাঁটি
এখন এখানে ওখানে আমার বসবাস।
তুমি তো জানো পড়ন্ত যৌবন আর উড়ন্ত ধূলোর কোনো নিদিষ্ট
ঠিকানা নেই ।
তুমিও ফাঁকি দিলে, ফানুস হয়ে উড়ে গেলে
পথ হাঁটলে ওপারে ।
তোমার বাছাধন গুলো কে নিয়ে আর পারি না,
তুমি জেনে খুশি হবে তারা আজ সুখে আছে ।
একজন ডাক্তার অন্যজন প্রবাসে ।
আমার কোলে তারা আর প্রশান্তি খুঁজে পায় না,
কোল জুড়ে এখন বালাইয়ের গন্ধ ।
মুখে তুলে গাল ভরে ভাত খেতে পারি না
পারি না মমতায় ছেলেদের মাথায় বিলি কেটে দিতে ।
পারিনা অপেক্ষার প্রহর গুনে গুনে দীর্ঘশ্বাস ফেলতে ।
আলো আঁধারী জগৎের স্রোতে ভাসিয়ে দিয়েছি সময় ,
তোমার ঠিকানা কত দূর আর কত দূর আর।