আমি বাড়ি ফিরছি আমি বাড়ি ফিরছিলাম
ক্লান্তিরেসে মুখ ডুবিয়ে আলখাল্লায় অবশ দেহে দু ফোঁটা শিশির দিলাম উঁচু নিচু গর্তে ঝাকুনি পোহালাম।
কিছু টা পথ হেঁটে গাছের ছায়ায় কিছু টা পথ ফেলে সান্ধ্য নদীর তীরের মায়ায়
আমি বাড়ি ফিরছি আমি বাড়ি ফিরছিলাম।
অনুভূতির দেয়ালে গা খানি হেলে
চোখ দুটো গুঁজে দিয়েছি ক্লান্তিতে
সাদা সাদা মেঘের সাথে ডুব সাঁতার খেলে
কিছু মেঘ সাথে রয় কিছু মেঘ এসেছি পথে ফেলে,
দু মুঠো ভাত গিলে দু মুঠো ভাত ফেলেছি জলের তলে
আমি বাড়ি ফিরছিলাম ফেনী নদীর তীরে কাঁটাতার পেরিয়ে আমি বাড়ি ফিরছি আমি বাড়ি ফিরছিলাম।