অসমাপ্ত কাব্যের ইতি টেনেছি সে সেদিনই,
যেদিন তুমি এলে।
টোল পড়া গালের হাসি,
বাঁকা চোখের চাহনি থেকে হাজার শাহনামার শব্দ নিয়ে
তাতেই কাব্যের ইতি টেনেছি,
তারপর
উড়েছি ডানা মেলে,স্বপ্ন নিয়ে।

অসমাপ্ত গল্পের তানপুরা টার যে তার ছিঁড়েছে,
বেসুরা বাদকের হাতে তাতেঈ আবার সুর মিলেছে।
ছন্নছাড়া জীবন নায়ের
ভাঙা দাঁড়েই টান পড়েছে!
তোমার দেয়া স্বপ্ন নিয়ে।

সেইসব গুমরে মরা কষ্ট গুলোর দিন গিয়েছে,
এবার
অগনিত বায়ু চুম্বন সব বুকের মাঝে
ভর করেছে।
কম কি তা?
ফেলে রাখা কলম এবার মুখ খুলেছে,
অসমাপ্ত কবিতাগুলো প্রাণ পেয়েছে,
কম কি তা?

না,কম কিছু নয়।
এ যে ভাঙা ডালায় মুক্তো মণির
ভর পড়েছে।
জীবন এবার উজান গাঙে হাল ধরেছে।
সেই সেদিন থেকে..
যেদিন তুমি এলে,
ঘর বাঁধার স্বপ্ন নিয়ে,কাব্য নিয়ে,গল্প নিয়ে
জীবন রাঙানোর রং তুলি আর
নিবিড় ভালোবাসার জোসনা নিয়ে।।।

#নীলকান্ত