থাক না কিছু নাম অজানাই থাক।
কিছু সম্পর্ক থেকে যাক গল্পের অন্য পাতায়।
কিছু ভালবাসা একান্ত নীরবে পথ চলুক,
কিছু স্মৃতি জ্বলুক বুকে জ্বলুক।
হারানোর ভয়ে নামটা না হয় না জানাই থাক,
যে চিতা জ্বলছে বুকে, থাক না জ্বলতে থাক!


হলাম না হয় ছদ্মবেশি, চির যাযাবর
করতে পারো আমায় তুমি আপন থেকে পর।
যে বিরহে পুড়ছে এ বুক, থাক না পুড়তে থাক,
কষ্ট গুলো আমায় দিও, সুখ গুলো তোলা থাক!
থাক না কিছু সুখের স্মৃতি, দুঃখের অন্তরালে
রাত্রিগুলো ভিজতে থাকুক, চোখের লোনা জ্বলে।
হারানোর ভয়ে নামটা না হয়, না জানাই থাক,
যে বিরহে পুড়ছে হৃদয়, থাক না পুড়তে থাক!

নীলকান্ত©