এভাবেই হয়ত অপেক্ষায় কেটে যাবে সময়,
তুমি ঘুমের রাজত্বে আর আমি অন্ধকারের পাহারায়।
অথবা ঘুমোবে বলে এক প্রান্তে সংযোগ বিচ্ছিন্ন,
তো অন্য প্রান্তে নতুন সংযোগ,
কারো বুকে হাহাকার তো,কেউ কুড়োবে ভালবাসা।
এভাবেই ত শেষবার, সব শেষ হয়েছিলো আমাদের!
তুমি ঘুমের রাজ্যে স্বপ্নেবিভর,
আমি স্বপ্নহারা,ছন্নছাড়া ।।
(মিসড কল) তুমি বললে-
-"সন্দেহ দূর হলো?"
আমি বললাম,
"কবিতা লিখছি।"
কোন এক অন্ধ বিশ্বাস এর ফসল ছিলো অবিশ্বাসের ক্ষড়্গ বাণ,
আমার ছিল বিশ্বাস আর তোমার ছিল অন্য টান।
কবিতা লিখছি। এগুলোকে সিরিয়াসলি নিও না।কেমন?😊
তুমি ব্যাঙ্গ করে বললে,
-"না না,সিরিয়াসলি নিব কেন? আমি তো জানি আপনি এসব কেন লিখছেন?"
মিসড কল তো, তোমায় মিস করছি তাই দিয়েছি।
সন্দেহ কোথায় থাকবে বলো।
আর্তনাদে বুকটা ভারী,তোমার কি আর সময় হলো?
আমি কবি মানুষ, একটু আধটু বোকা সোকা।
তোমার প্রেমে অন্ধ বলেই, এতবড় খেয়েছি ধোকা।
আমার না হয় ঘুম আসেনা,
তাই বলে তো আর তোমার ঘুম ভাঙাতে পারিনা,তাই না?😊
তারিখঃ ২৯/১০/২০২০