ইদানীং অন্ধকারকে বড্ড ভয় হয়,
মৃত স্বপ্ন পঁচা ভয়।
যেন হিংস্র শকুনির তীক্ষ্ণ নখে, ক্ষতবিক্ষত
স্বপ্নের বুক ফাটা চিৎকার আর
লাশ পঁচা বিভৎস গন্ধ তাতে।
এই অন্ধকারকে বড্ডই ভয় হয়।।
টেবিল ল্যাম্পটার আলোও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে ,
হাসপাতালের বেডে মুমূর্ষু
রোগীদের মত।
যেন ইন্টেন্সিভ কেয়ারে সঙ্গাহীন
কোন মৃত্যু যাত্রী।
হয়ত এখনই নিভে যাবে
কবরের অন্ধকারে ঢেকে যাবে সব।
এই অন্ধকারকে বড্ড ভয় হয় আমার,
স্বপ্ন পোড়া লাশের গন্ধ
আর বিভৎস নারকীয় পিশাচের ভয়।
পচাগলা স্বপ্নের লাশ খুবলে খাওয়া শকুনির ভয়,
তীক্ষ্ণ দাঁতাল হায়েনার ভয়।
বড্ড ভয় হয় ইদানীং।
বড্ড ভয়।।
#নীলকান্ত
(কখনো কবিতার নাম লেখা হয়নি আমার।তাই ঠিক খুজে পাচ্ছি না কি নাম দেবো। যাই হোক, আপাতত চালানোর মত একটা নাম দিলাম।