হয়ত একদিন,
রক্তজবাটা বুড়ো হয়ে যাবে চামড়ার ভাঁজে ভাঁজে!
যৌবনের রক্তাক্ত পাপড়ি গুলো একে একে
নুইয়ে পড়বে সব।
বয়সের চাপে পাংশুটে হবে সময়ের সব ব্যর্থ আয়োজন।
সেদিনও আমি, আজকের আমিই রব,
তোমার রক্তজবার পাপড়ি ছুয়ে করবো
আলিঙ্গন!

হয়ত সেদিন দাড়াতে ভুলে যাবে
আজকের দুরন্ত দামাল ছেলে!
খসে পড়বে ভ্রমরের পাখা ধীরে ধীরে।
হয়ত,
রৌদ্রদগ্ধ জীবনের বেলা লুকোবে গোধূলির
লাল মেঘের আড়ালে, অস্তগামী সূর্যের মত!
হবে না শুকনো রক্তজবায় প্রাণের সঞ্চার,
তবুও শুকিয়ে যাওয়া পাঁপড়িগুলো জীবন্ত হবে,
উন্মত্ত স্মৃতির ছোঁয়ায় হবে অবনত।
সেদিনও আমি, সেই আমিই রবো;
যেভাবে আজ আছি,কাল ছিলাম!
ছিলাম যুগযুগ ধরে রক্তজবা আর ভ্রমরের মত।

#নীলকান্ত