ঈশ্বর হিসাবে আমাকে তোমরা পূজা করতেই পারো
ইচ্ছামত চাইতেই পারো, মনের অপূর্ণতা আমাকে না জানালে কাকে আর জানাবে?
আমারও দিতে বাধা নেই, তোমদের সব ইচ্ছা পূর্ণ করবো আমি।
অনেক অর্থ চাও? বেশতো, এই নাও মুঠি ভরে, যত পারো লুট করে।

যারা ভালো মানুষ বসে থাকো চুপ করে, তাদের আমি দেবো কী ভাবে?
জীবনে শান্তি চাও? আশীর্বাদ করি তাও পাবে তুমি। সবই দিলাম,
থাকো আশায় আশায় একদিন তোমার সব চাওয়া পূর্ণ করবো আমি।

কিন্তু সব কিছুতে একটি শর্ত আছে - আমাকে খুশী রাখতে হবে সব সময়।
আর একটা কথা - জীবন মানেই অশান্তি, সংগ্রাম, স্বার্থ, ব্যর্থতা, পরাজয় এবং হতাশা।
নিয়মটা এমনই - শান্তি অথবা জয়, স্বাধীনতা অথবা আশা - শুধু এদের কিছুই চিরস্থায়ী নয়।

তবে তোমরা আমার উপর কখনো রাগ করো না
যা চেয়েছিলে এবং যা পেয়েছো তার মধ্যে যদি মিল না থাকে;
কী চেয়ে কী পাওনি, সে তো আমার দোষ নয়, তোমাদের ভাগ্যের দোষ।

অবশ্য কে তোমাদের ভাগ্য লিখেছিলো, সে প্রশ্ন আমাকে করো না
আমি তোমাদের ঈশ্বর, সে প্রশ্নের উত্তর আমার দিতে নেই।