তুমি জাগিলে না
এত ডাকাডাকি
ভোরের পাখিরা অবশেষে গেলো চলে।
ঘুমের ঘোরে ছিলে কী স্বপন বিভোরে
ফুটিলো কুসুম ডাকিলো বারে বারে
তবু কেনো আঁখি মেলিলে না।
এ পথে যতবার এসেছি তোমারে ডাকিতে
গিয়েছি ফিরে ততবার, পারিনি রাখিতে আঁখি তোমার আঁখিতে
তুমি খোল নাই আঁখি।