এসেছিলে কাছে তবু ডাকিলে না আমারে
তাই হলো না কথা, হলো না তোমায় বরণ করা মনিহারে।
আমি তখন চক্ষু বুজে ছিলাম তোমার ধ্যানে,
বিধাতার ছলনা বুঝিবো কেমনে,
খুলিতে দেয় নাই আঁখি, তুমি ফিরে গেলে অভিমানে।
আসিবে কি এমন দিন আর
যে বরষা ঝরিয়া গেলো সে কি আসে পূনর্বার,
নয়ন মেলিয়া দেখি পদচিহ্ন তোমার
ভিজায়ে গিয়েছো রেখে দুই ফোঁটা অশ্রুভারে।
এসেছিলে কাছে তবু ডাকিলে না আমারে
তাই হলো না কথা, হলো না তোমায় বরণ করা মনিহারে।