তোমার মতো আর কেহ কি আছে
আমার সাথে থাকতে তোমার পরাণ সদা যাচে।

যদি বলি সময় আমার নাই, হবে কথা পরে
চেয়ে থাকো দৃষ্টি করূণ তুমি আমার মুখের উপরে
যেন দুঃখ তোমায় দিলাম হাজার আকাশ ভরা
নিজেই দুঃখ আমি পাই, কথা আমার নিই ফিরায়ে ত্বরা।

যখন তুমি আমায় ডাকো
মনের কথা অন্তরেতে গোপন আভায় ঢেকে রাখো
শুধু বলো - "তোমায় ছাড়া আর কিছু না চাই
তোমায় পেলে আমি সপ্ত সাগর ময়ুরপঙ্খী নায়ে ঘুরে বেড়াই।"

আকাশ ভরা এই যে আলো, নীহারিকা তারা
ফোটায় তোমার হৃদয় কুসুম, আমায় নিয়ে থাকো স্বপ্নে মাতোয়ারা
ভাবছি, আমি এখন কী করি
এত প্রণয় ভালোবাসা, স্মৃতি মধুর সুধায় ভরা তোমার-আমার শর্বরী।