আমি তো বলিনি চলে যাবো, তবু তুমি ভেবে বসে আছো আমি নাই
এখনো হয়নি যাবার সময়, এখনো আমি সাথে আছি তাই।

যখন পড়ে যাবে শিরিষের ডালটি থেকো না বসে চুপ করে
নিয়ে এসো ওর ঝরা ফুলগুলি যতনে আঁচল ভরে
একদিন ওরা নড়িতো বাতাসে ঝির ঝির তির তির উল্লাসে
আজিও দেখো হাসিছে কেমন খুশী মনে অমৃত প্রবাসে।

অনন্ত মহাকাল ভাসিছে একাকী, চারপাশে তাহার অসীম খেলা করে
কোথাও নাই শূন্যতা, রয়েছে পূর্ণতা জেগে অপূর্ণতার হাত ধরে
তাদেরই মত আমিও থাকিবো তোমার কাছে কাছে সাথে সাথে
রজনীর অন্ধকারে পাবে আমায়, দেখিবে দিনের শুভ্র জ্যোতিতে।

ফুরায়েও ফুরায় না, কোথায় পাবে এমন ভালোবাসা
হৃদয়ে রাখো হৃদয়, বিশ্বাসে জেগে থাকুক এতটুকু ক্ষুদ্র আশা
দেখিবে, কোনদিন আমি যাবো না দূরে - জীবনে কিংবা মরণে
চিরদিন আমি থাকিবো তোমার কাছে অনন্ত স্মরণে।