কী ছিলো তোমার মনের ভিতর, পারো নাই প্রকাশিতে সে কথা
জানি পেয়েছো ব্যথা, সহসা চকিতে তাই নিয়েছো বিদায়
আসো নাই আর ফিরে।

তাই যদি হবে তবে তাই হোক, যাও সরে দূরে -
গিয়েছো রেখে যে প্রদীপ সাঁঝের অন্ধকারে
এখনো জ্বলিতেছে সে, ঢালিতেছে দীপ্তি অন্তর ভিতরে,
এমনি থাকুক তাহা নিষ্প্রভ কন্ঠে ধরিয়া তোমার গীতিটিরে।

আকাশ-কাননে বিরহের বেলা করিতেছে খেলা
ফুটেছিলো ফুল ঝরিবার কালে কাঁদিয়া ঝরেছে একেলা
তাকে বলিয়াছি আমি, কেন ফেলো অশ্রু, থাকিতে যে না চাহে
রাখিবো কেনো ধরিয়া যাহারে ভালোবাসি
হোক সুখী সেইজন, তাহারে রাখিতে কাছে করিব না পণ
যেমন ইচ্ছা বেড়াক ঘুরিয়া মুক্ত ভুবন।

আমি সুখী তাহার সুখেতে
কাঁদিবো না পাই নাই বলে, মরিবো না দুঃখেতে
প্রেমের ব্যথা করিবো পূর্ণ বিরহ গাঁথায়
ঝরিয়া যাবো, তবু থাকিবে সুবাস প্রণয় প্রভাস স্বর্ণলতায়।