দোল দিয়ে যাও সাঁঝের বেলা
এমন কেন তোমার খেলা
সারাটি দিন চেয়ে থাকি পাই না তোমার দেখা।
না হয় তোমার আছে অনেক কিছু
চাই না আমি ছুটতে তাদের পিছু
শুধু তোমার মনটি দিও, রাখবো আমার মনের ভিতর।
নাই বা তোমার সময় হলো, নাই বা তুমি এলে, নাই বা দেখা দিলে
তবু তোমার নদীর কূল ভাঙ্গা সেই ঢেউ, যেন আমায় উতাল করে
তোমার ছায়া তোমার ছোঁয়ায় যেন আকাশ আমার ভরে।
তোমার আনাগোনা, আমার স্বপ্নে থাকে যেন ব্যথার সূতায় বোনা
বিশ্বকালের বিশ্বলোকের পটে চিরকালের তরে।