আসি যাই, আপন হারাই, তবু নাহি ফুরাই
অনন্ত লোকে, পুলক শোকে পুনরায় তোমাকে দেখিতে পাই
কতকাল চলিবো এমন, কে জানে থামিবো কখন
সম্মুখে মহাকাল, হয়েছে শুরু কোনো এক ক্ষণে, তবুও শেষ নাই
তুমি আর আমি, আমি আর তুমি
অনাদি কাল রয়েছি বাঁধা দূর্বোধ্য আকর্ষণ জালে
এ কেমন স্রোত, ফোটায় প্রভাত
তাহার মাঝে পাপড়ি মেলে সন্ধ্যা-নিশীথ
অসংখ্য নীহারিকা, সাঁঝের প্রদীপ জ্বলে-নেবে যায় ঝরে
তরঙ্গিত তোমার-আমার প্রণয় আশা বাহিরে-অন্তরে
ঝরে যাই খেলা শেষে
তবু আসি ফিরে পুনরায় সময়ের নিঃশ্বাসে,
পুষ্প ছড়ায় উড়ন্ত আঁচল বেদনার দিগন্তে
শেষ নাই, নাই অন্ত, শুভ দৃষ্টির সৃষ্টি আহ্বান অনাদিকাল মহা অনন্তে