যাহারা এলে কাছে, সবার প্রতি আমার প্রশ্ন আছে
বলতো কেনো এমন হয়, তোমাদের ভালোবেসে সারা জীবন
থাকিতে চাই একসাথে, তবু কেন হারাই হাসি,
বারে বারে কেন অশ্রুজলে ভাসে নয়ন?
এই তো তুমি প্রীতি, সাথে নিয়ে এসেছিলে স্মৃতি
দিয়েছিলে উপহার, বলেছিলে রেখো বুকের কাছে এই মনিহার
কখনো কেহ হবে না পর, সকলে রহিবে আপন।
তবু দেখো হায়, কেহ নাই সাথে, পড়ে আছে শুধু ধূলি ভরা অন্তর!
এই তো তুমি মল্লিকা, জীবন কুসুম দীপালিকা
পুষ্পদানিতে সাজায়ে তোমার হাসির বাহার
বলেছিলে, ফুলের হাসি প্রস্ফুটিত করিবে মুগ্ধ অন্তর তোমার।
তবু দেখো হায়, বড় কষ্ট আজ, বহিয়া চলেছি অসহ্য ব্যথাভার।
তুমি গগন তারা, রাতের খেলা সহসা করেছিলে সারা
আসিলে আমার কাছে -এ জগতে আর কী হরষ আছে?
বলেছিলে, অমর কানন, দিলাম তোমায় মেঘলা শ্যামল পরশন।
তবু দেখো হায়, সময়ের কাছে শেষ হয় সব আয়োজন!