ও কি এলো, চঞ্চলা চলিলো
ও কি পাপড়ি মেলিয়া ফুটিলো-
ও কি ডাকিলো সকলে,
মুখরিত করিলো বনতল।
প্রভাতে আসিয়াছে এ ধরায়
পুলক ভরা ভালোবাসায়
স্বপন ভরা চোখে ঝলমল আলো
হেলিয়া-দুলিয়া নানা দোলে কত সে হাসিলো
ছন্দে মাতাইলো জগতজনে,
সুধাভরা আঁখি কোণে
নানা গীত গাহিলো
ভাসিয়া প্রভাত পবনে।
যে দেখিলো তারে
বলিলো, আহা রে
স্বার্থক জনম ওর, অপূর্ব লাবণী লাবণ্য
সুবাসিত করেছে ধরণী।
হাসিয়া-খেলিয়া যাইবে সে চলিয়া
মাখাইয়া খুশী সকলের মনেতে,
প্রভাতের ফুল ফুটেছে প্রভাতে
ভাবে নাই কিছু কেন এসেছে জগতে।