বেলা শেষ হয়, কুসুমেরা পড়ে ঝরে
বনছায়া হারায় অসীম অন্ধকারে।

আমি ভাবি আঁধো ফোটা কচি ব্যথা,
এতদিন একা লুকায়ে ছিলো কোথা?

অকারণে কেন তারা গগন কোণায়
ভুল করে নীড় গড়ে কীসের আশায়?