ক্ষয় হলো সুন্দর এই পৃথিবী বিষাক্ত বাতাসে
নিঃশ্বাস নিতে গিয়ে দেখিলাম তাহারে
আমার ফুসফুসে শুনিলাম তাহার কান্না
আহা রে! আমিও বা কতদিন থাকিবো বেঁচে?

শুধু কি বাতাস বিষাক্ত? মানবতার অবক্ষয়
চারিদিকে শুধু দেখি দূর্নীতির জয়।

নির্বোধ জনতা চেয়ে চেয়ে দেখে নেতাদের সম্পদ পাহাড়ের চূড়া ছাড়িয়ে
অসীম শূন্য ছোঁয়ার বাসনায় লিপ্ত প্রতিযোগিতায় -
চাকরী চাই? দু-এক লাখ টাকার ঘুষে আজ তাই কিছু আর হবার নয়।

কখন ফাটবে বোমা পথে, ভয়ে ভয়ে থাকি
যত্ন করে অনেক প্রচেষ্টায় প্রাণটাকে আটকে রাখি
তবু কি শেষ রক্ষা হবে? বাতাসে বিষ, চারিদিকে অন্ধকার
কেবা জানে এমন করে কতদিন চলবে সর্বহারা অসহায় জনতার!