ভালোবাসিলে যদি নাই ভালোবাসো তবে ক্ষতি কী বলো
অন্ধকারে পড়িবে না ঢাকা তোমার স্মৃতির আলো।
কত দিন আসে কত দিন যায়
ব্যথাগুলি একে একে জমা হয়
নয়ন জলে সকলে ভাসিয়া চলে বেদনাভরা ঠিকানায়
জানি, তুমি দেখিবে না, চাহিবে না জানিতে তাদের পরিচয়।
যত ছিল কুসুম আমার বনে
ভরিয়াছি ঢালা করিয়াছি অর্পণ তোমাতে সমর্পণে
নাই নাই, কিছু তাহার রাখি নাই আমার তরে
তুমি জানিবে না প্রতিক্ষণে কী কথা জাগিতেছে অন্তরে।
তাই হোক, হও সুখী, বাসিও ভালো যাহাকে মন চায়
তোমার সুখে রবে সুখী ভালোবাসা আমার
প্রতিদিন জানিবো দিয়েছি তোমায় সকল সমাহার
নাইবা নিলে তুমি, ক্ষতি কিছু নাই আমার বেদনার।