ওগো আলো, ওগো আলো
নয়নের মাঝে কেনো সে দেখা দিলো।

ছিলো সে দূরে স্বপ্নের দেশে
মনের মুগ্ধ আবেশে
আসিতো কাছে নানা আভাসে
তাহা ছিলো ভালো, সেই ছিলো ভালো।

ওগো আলো, ওগো আলো
নয়নের মাঝে কেনো সে দেখা দিলো।