কী চাহিবো বলো, কতো কিছুই তো পাই নাই -
চাহিলে কি সব যায় পাওয়া, সে কথা কেহ তো বলে নাই।

আমি চাই, তুমি চাও নাই, কেমনে হবে সেথা দেওয়া-নেওয়া
পথের পরে কোন অবসরে হয় নাই ঘর খানি তাই পাতা দিয়ে ছাওয়া।
শূন্যতায় রয়েছে ভরা পাত্রখানি, অপূর্ণ বাসনা -
চাও নাই, তাই পাও নাই,  সে কথা তুমি কখনো বলিও না।

সময় যেতেছে চলিয়া, আসিবে না ফিরে আর হারায়েছে যে দিন
হবে কি স্বচ্ছ সে স্ফটিক, দিনে দিনে যাহা হয়েছে মলিন?
যদি হয় কভূ দেখা আবার, আমার পথে পড়ে তোমায় পথের ছায়া
সে ছায়াতে থাকিবে কি আর আজিকের মত এমন মোহের মায়া?